খেলাধুলা

বাংলাদেশ-ভারত ম্যাচকে ব্যঙ্গ করলেন ধারাভাষ্যকাররা!

ভারতের কাছে দুই বলে তিন রানে হারার ক্ষত এখনো ভুলতে পারেনি বাংলাদেশ। শেষ ওভারের সেই অনাকাঙ্ক্ষিত হারের পর মুষেড়ে পড়েছে বাংলাদেশ দল।নিউজিল্যান্ডের বিপক্ষে যেন তারই প্রতিচ্ছবি দেখলো সবাই। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৭০ রানেই অলআউট হয় বাংলাদেশ। কিন্তু এই ম্যাচেও ঘুরে ফিরে সেই ভারতের বিপক্ষে হারার কষ্টটা ফিরে এসেছিল। এবার সেই ম্যাচে বাংলাদেশের শেষ বলে হারকে ব্যঙ্গ করলো ধারাভাষ্যকাররা।ভারতের বিপক্ষে তিন বলে দরকার ছিল দুই রান কিন্তু দুইজন আউট হলে শেষ বলে প্রয়োজন হয় দুই রান। কিন্তু হার্দিক পান্ডিয়ার বল ব্যাটে লাগাতে সক্ষম হননি শুভাগত হোম। মুস্তাফিজ অপরপ্রান্ত থেকে দৌড় দিলে ক্রিজে পৌছানোর আগেই ধোনি স্ট্যাম্প ভেঙে দেন। এই মুহূর্তটাকে চার ধারাভাষ্যকার মিলে চেষ্টা করেছেন ফুটিয়ে তুলতে। এখানে হার্দিক পান্ডিয়ার জায়গায় দেখা যায় শন পোলককে, ধোনির জায়গায় দেখা যায় ড্যারেন গঙ্গাকে, শুভাগত হোমের জায়গায় দেখা যায় রাসেল আরনল্ডকে এবং মুস্তাফিজের জায়গায় দেখা যায় নিক নাইটকে।

EPIC! @7polly7 @DarenGanga @RusselArnold69 & Nick Knight re-create one of the most talked about moments of #WT20!https://t.co/ksDBnsb1ul

— ICC (@ICC) 27 March 2016

আরআর/আইএইচএস/আরআইপি