কিশোরগঞ্জ-৫ (নিকলী বাজিতপুর) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, এমপির বিরুদ্ধে কথা বলা মানে সরকারের বিরুদ্ধে কথা বলা। আমার বিরুদ্ধে যারা মাঠে নেমেছেন তাদের কোনো জনসমর্থন নেই, তারা বসন্তের কোকিল।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুরের ডাকবাংলো মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
১৫ বছরে বাজিতপুর-নিকলীতে যে উন্নয়ন হয়েছে, বিগত একশ বছরেও সে উন্নয়ন হয়নি উল্লেখ করে এমপি আরও বলেন, একসময় বাজিতপুরের পরিচয় ছিল হত্যা, সন্ত্রাস আর নৈরাজ্যের এলাকা হিসেবে। সেই অন্ধকারাচ্ছন্ন বাজিতপুরকে একটি শান্তির আবাসস্থল হিসেবে গড়ে তুলেছি। মানুষ আর বিএনপি-জামায়াতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে ফিরে যেতে চায় না। মানুষ শান্তি চায় বলেই বার বার শেখ হাসিনার সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও শান্তি ও উন্নয়নের লক্ষ্যে মানুষ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিবে ইনশাল্লাহ।
আরও পড়ুন: সিসিকের সঙ্গে শিক্ষা-পর্যটন নিয়ে কাজ করতে আগ্রহী মালয়েশিয়া
সমাবেশে যোগ দিতে নিকলী ও বাজিতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী রঙবেরঙের প্ল্যাকার্ড ও নৌকা প্রতীক নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন। বিকেলে মাঠ ছাড়িয়ে পুরো উপজেলায় লোকে লোকারণ্যে পরিণত হয়। সমাবেশে প্রায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়।
বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ, ছানোয়ার আলী শাহ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল হক লিটন, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি, বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ, উপজেলা যুবলীগের সভাপতি কবির হোসেন, বাজিতপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুখন দত্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আল হাসান প্রমুখ।
এসকে রাসেল/জেএস/এএসএম