বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, সাবেক সচিব ও পুলিশ সমন্বয়ক ফণি ভূষণ চৌধুরীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক। রোববার দুপুরে তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে ফণি ভূষণ চৌধুরীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি অমূল্য ভূষণ বড়ুয়া, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।। রাজারবাগ থেকে মরদেহ তার সর্বশেষ কর্মস্থল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এবং সেখানে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হয়। সেখানে পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করে বিকেলে মরদেহ সৎকারের জন্য তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকের উদ্দেশ্যে রওয়ানা হয়। প্রসঙ্গত, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে শনিবার সন্ধ্যায় মারা যান ফণি ভূষণ চৌধুরী। এআর/এসকেডি/আরআইপি