স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন প্রতিযোগিতায় দেশসেরা পুরস্কার পেলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম।
বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নেন ডিসি।
জেলা প্রশাসন সূত্র জানায়, দেশের বিভিন্ন জেলা থেকে দাখিল করা ৮৯টি উদ্ভাবনী প্রস্তাবনার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ঠাকুরগাঁও ও পঞ্চগড়—এ পাঁচটি জেলাকে নির্বাচিত করে সরকার। এসব উদ্ভাবনী প্রস্তাবনার মধ্যে ছিল চট্টগ্রাম জেলায় স্মার্ট স্কুল বাস চালু, কক্সবাজারে ওয়ান স্টপ সার্ভিস ফর ট্যুরিস্ট, ঢাকায় অগ্নি নির্বাপণ ও গ্যাস নিঃসরণ রোধ ব্যবস্থাপনা, ঠাকুরগাঁওয়ে স্মার্ট খাদ্যশস্য মজুত ব্যবস্থাপনা ও পঞ্চগড়ে স্মার্ট ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা ম্যানেজমেন্ট সিস্টেম। এসব ক্যাটাগরিতে উদ্ভাবনী প্রস্তাবনা নির্বাচিত করে সেরা পাঁচ জেলার জেলা প্রশাসককে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, নাগরিক সেবায় ডিজিটাল লেনদেন হিসেবে ক্যাশলেস সেবা চালু করায় পঞ্চগড়কে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে পেরেছি। এর স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী এ পুরস্কার ও পদক দিয়েছেন।
সফিকুল আলম/এসআর/জিকেএস