অবশেষে চেয়ারে বসলেন সিভিল অ্যাভিয়েশনের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়াম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী। রোববার সকাল ১০টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতরে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করেন তিনি। বেবিচক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে সদ্য সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হককে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। একই অনুষ্ঠানে নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরীর কাছে দায়িত্বভার তুলে দেয়া হয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির ১০ দিন অতিবাহিত হলেও গত বৃহস্পতিবার পর্যন্ত অফিস করেন সানাউল হক। এতোদিন দায়িত্ব বুঝে পাননি এহসানুল গণি চৌধুরী।উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৩ মার্চ সিভিল অ্যাভিয়েশন অথরিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয় বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরীকে। সিভিল অ্যাভিয়েশন অথরিটির চেয়ারম্যান পদে থাকা এয়ার ভাইস মার্শাল এম সানাউল হককে পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করা হয়। এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী সিভিল অ্যাভিয়েশন অথরিটির চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার আগে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এয়ার অধিনায়কের দায়িত্বে ছিলেন। আরএম/এসকেডি/এবিএস