চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন ও অনলাইন ক্যাম্পেইন ট্রেনিং ‘দ্য ড্রিল’ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
নির্বাচন পরিচালনা কমিটির নেওয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় দেশব্যাপী দলের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্মার্ট কর্নার ও অনলাইন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতাকর্মীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় আওয়ামী লীগের ওয়েব টিম।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কবির বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করার কার্যক্রম চলমান। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, স্মার্ট কর্নার স্থাপনের ফলে এখন থেকে প্রতিটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ডিজিটাল সুবিধার মাধ্যমে মুক্তিযুদ্ধ, সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে। এ উদ্যোগের ফলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস ও তথ্য পাবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল অদুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জেলার সভাপতি জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি রুহুল আমিন, হুমায়ন রেজা, সৈয়দ নজরুল ইসলাম, আব্দুল খালেক, আমিনুল ইসলাম, ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিউল উদ্দীন আহমেদ সিমুল, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউর রহমান আরমান, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান প্রমুখ।
এসআর/জেআইএম