অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘ চার বছর জেল খেটেও আপন ঠিকানায় ফিরতে পারলেন না ভারতীয় নাগরিক দীপক কুমার ঠাকুর (৩৫)। বিএসএফ আইনের জটিলতা দেখিয়ে দীপকে দেশে ফিরিয়ে নিতে অপারগতা প্রকাশ করায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিহার রাজ্যের সমস্তিপুর জেলার ওয়ারিশনগর থানার মনিহার গ্রামের শ্রীরাম নরেশ ঠাকুরের ছেলে দীপক কুমার ঠাকুর ২০১৯ সালে অবৈধভাবে বাংলাদেশে আসায় পিরোজপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অনুপ্রবেশের দায়ে চার বছর জেল হয় দীপকের। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে দীপককে ভারতে পাঠানোর জন্য বিএসএফকে পত্র দেয় বিজিবি। পতাকা বৈঠক বসে জয়নগর চেকপোস্ট শূন্যরেখায়।
এসময় বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, দীপকের কোনো অভিভাবক না আসায় তাকে ফেরত নেওয়া সম্ভব হচ্ছে না। পরে দীপকের অভিভাবকের সন্ধান পাওয়া গেলে তাকে ফেরত নেওয়া হবে। দীর্ঘ চার বছর জেল খেটে আপন ঠিকানায় ফিরতে না পেরে আবারও দীপককে ফিরে আসতে হলো বাংলাদেশের কারাগারে। পরে বিজিবি দীপককে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠায়।
বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা চেকপোস্ট আইসিপির ইনচার্জ আব্দুল জলিল, দর্শনা থানার এসআই সোহেল রানা, দর্শনা ইমিগ্রেশনের এসআই মোর্শদ, এসআই আবু হানিফ, এএসআই আব্দুল মমিন। বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিএসএফের কোম্পানি কমান্ডার বিধান চন্দ্র।
হুসাইন মালিক/জেডএইচ