বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে উগ্রপন্থী একটি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রোববার ব্রাসেলসের সেন্ট্রাল স্কয়ারে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বঘোষিত ফ্যাসিস্টদের একটি দল ব্রাসেলসের ওই স্কয়ারে বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশ গরম পানি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার ব্রাসেলসের আত্মঘাতী হামলায় হতাহতদের শ্রদ্ধা জানাতে প্যালেস দ্য লা বোর্সে তৈরি অস্থায়ী স্মৃতিসৌধে একত্রিত হয়েছিলেন কিছু মানুষ। পরে পুলিশ শৃঙ্খলা ফিরিয়ে আনার পরামর্শ দিলে তারা উত্তেজিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ব্রাসেলস বিমানবন্দর ও মেট্রো স্টেশনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় অন্তত ২৮ জন নিহত হয়। এ ঘটনার জেরে `ভীতির বিরুদ্ধে পদযাত্রা` শিরোনামে রোববারের এই পদযাত্রার ডাক দেওয়া হয়। তবে তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় পদযাত্রা বাতিলের আহ্বান জানায় পুলিশ। মঙ্গলবারের হামলার পর বেলজিয়াম পুলিশ অপরাধীদের ধরতে এখন পর্যন্ত ১৩ বার অভিযান চালিয়েছে। রোববারও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতোমধ্যে প্যারিসে নতুন করে হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহে বেলজিয়ামে একজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।এসআইএস/এবিএস