কক্সবাজারে প্রথম ধাপের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হ্নীলা ও হোয়াইক্যং ইউপিতে ২৬ জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। রাত ৮টার দিকে পাওয়া খবরে রোববার অনুষ্ঠিত নির্বাচনে নৌকায় একজন এবং স্বতন্ত্র হিসেবে লড়ে জামায়াত প্রার্থী জয় পেয়েছেন। বিকেল ৪ টার পর থেকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাদের জয়ী ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। বেসরকারি ফলাফলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত নেতা ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছে ৯ হাজার ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন বিএনপির জুনায়েদ আলী চৌধুরী। তিনি পেয়েছেন ৬ হাজার ৫৩ ভোট।অপরদিকে, টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী এইচ কে আনোয়ার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিল স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জহির আহমদ পেয়েছেন ৪ হাজার ৬৪৪ ভোট। উল্লেখ্য, গত ২২ মার্চ এই দুই ইউনিয়নের নির্বাচনের দিন ধার্য থাকলেও মামলার কারণে ২৭ মার্চ পূণঃনির্ধারণ করে নির্বাচন কমিশন। সে সূত্রে ২৭ মার্চ অনুষ্ঠিত দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত ৬ টি মহিলা আসনে ৩৯ জন এবং সাধারণ ১৮টি ওয়ার্ডে ১৪১ জনসহ মোট ১৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দু’ইউনিয়নে মোট ভোটার ৫২ হাজার ৯১৯ জন।সায়ীদ আলমগীর/ এমএএস/পিআর