ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে (আইপিটিএল) জয়ের ধারা অব্যাহত রেখেছেন ইন্ডিয়া এইসের সানিয়া মির্জা-রোহান বোপানা জুটি। তাদের দুর্দান্ত পারফর্মে এক্স ২৮-২৩ গেমে হারিয়েছে ম্যানিলা মারভেরিস্ককে।এর মধ্যদিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে এইস। এখন অবধি ১১টি ম্যাচ খেলে ৮টিতে জয় ও ৩টিতে হেরেছে এইস। তাই ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দলটি।