বরিশাল নগরীর সাগরদী চান্দু মার্কেট সংলগ্ন গাউসিয়া সড়ক এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। রোববার রাত ১১টার দিকে ওই গৃহবধূ বাদি হয়ে কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় গাউসিয়া সড়ক এলাকার আব্দুল খালেকেরে ছেলে সোহেলকে আসামি করা হয়।কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন মামলার আরজির বরাত দিয়ে জানান, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোহেল তার সহযোগী রাজুকে নিয়ে ওই গৃহবধূর ঘরে যায়। এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানানো হলে তার স্বামীকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় সোহেল ও তার সহযোগী রাজু। এক পর্যায়ে ওই গৃহবধূর স্বামী এলে তারা পালিয়ে যায়।ওসি আরো জানান, বিকেলে মৌখিক অভিযোগের ভিত্তিতে ওই দুইজনকে আটক করা হয়। আটক সোহেলের সহযোগী রাজু একই এলাকার আলতাফ হোসেনের ছেলে।এদিকে, গৃহবধূ ও তার স্বামী অভিযোগ করেন, সোহেল ও রাজুর পরিবার মামলা না করার জন্য থানায় বসেই তাদের হুমকি দিয়েছে। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা থানা থেকে বের হয়ে গেছে।তারা আরো বলেন, ধর্ষণের বিষয়টি পুলিশকে অবহিত করতে থানায় এলে প্রথমে তাদের আটকে রাখা হয়। এমনকি পুলিশ রাত ১০টা পর্যন্ত মামলা নিতে চাচ্ছিলো না।সাইফ আমীন/বিএ