দেশজুড়ে

কর্মসূচিতে বাধা নেই, নিরাপত্তায় হুমকি হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

বিএনপির ২৮ অক্টোবরের ঢাকার সমাবেশ ঘিরে জনগণের জানমাল ও নিরাপত্তায় কোনো ধরনের হুমকি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেছেন, রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই। রাজনৈতিক কর্মসূচি যারা করার তারা করবে। জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার জন্য যা ব্যবস্থা নেওয়ার দরকার তা নিতে আমরা প্রস্তুত। এ বিষয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

শনিবার (২১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন আইজিপি শহরের আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সবাইকে আমরা আশ্বস্ত করতে চাই, ধর্মীয় অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করুন, আমরা পাশে আছি।

শারদীয় দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই জানিয়ে আইজিপি বলেন, এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের শঙ্কা নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই না। সবকিছু বিবেচনা রেখে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রেখেছি।

আবদুল্লাহ আল মামুন বলেন, নারায়ণগঞ্জ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার নিদর্শন স্থাপন করে। সেই নারায়ণগঞ্জে আমরা এসেছি দুর্গাপূজার কার্যক্রম দেখতে। আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে একত্রিত হতে এসেছি। সনাতন ধর্মাবলম্বীরা যেন তাদের উৎসব স্বাভাবিকভাবে পালন করতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। এখন পর্যন্ত সব জায়গায় দুর্গাপূজা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।

আগামী দিনগুলোতেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজার অনুষ্ঠান শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারাণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মোবাশ্বির শ্রাবণ/এমকেআর