ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শুভ মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার রাতে পৌরশহরের দাতিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুভ দাতিয়ারা এলাকার আবদুর রহিমের ছেলে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাতে অজ্ঞাত কয়েকজন যুবক শুভকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় শুভর আর্তচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস