আন্তর্জাতিক

আলজেরিয়ার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ১২

আলজেরিয়ার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। রোববারের ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুইজন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাহারায় শত্রুদের বিরুদ্ধে পরিদর্শন অভিযান চলাকালে কপ্টারটি বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কপ্টারটি আদরার এবং রেগ্গান  শহরের মধ্যবর্তী তামানরাসেত এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই সেখানে পৌঁছেছে নিরাপত্তাকর্মী এবং উদ্ধারকর্মীদের একটি দল। ইতোমধ্যেই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ওই অঞ্চলে দীর্ঘদিন ধরেই ইসলামি জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সঙ্গে আলজেরিয়ার নিরাপত্তাবাহিনীর বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। টিটিএন/এমএস