যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন মন্তব্যের জন্য বারবারই বিতর্কের জন্ম দিয়েছেন। তবে এবার আর তিনি কিছু করার সুযোগ পেলেন না। তার আগেই তার কুশপুত্তলিকা দাহ করা হলো। ভাবছেন কেন? আসলে ইন্টার ইভের উৎসবে শয়তান ও অপছন্দের ব্যক্তির কুশপুত্তলিকা দাহ করা একটা ঐতিহ্য রয়েছে মেক্সিকোতে। সেই ঐতিহ্য পালন করতে গিয়েই মেক্সিকোবাসী তার কুশপুত্তলিকা দাহ করেছে। কারণ মেক্সিকোতে ট্রাম্প শয়তান বা খারাপ ব্যক্তি হিসেবেই বিবেচিত।শনিবার মেক্সিকো শহরে ইস্টার ইভের উৎসবের সময় ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প যুক্তরাষ্ট্রে মেক্সিকোর অভিবাসীদের অপরাধী ও ধর্ষক বলে অভিযুক্ত করেছেন। এ ধরনের মন্তব্যের জন্য মেক্সিকোতে কুখ্যাত ব্যক্তিতে পরিণত হয়েছেন তিনি। এ বছর শয়তান ট্রাম্পের শরীরে ভর করেছে বলে তার কুশপুত্তলিকা দাহ করে মেক্সিকোবাসী। পুর লা মারসড শহরে কুশপুত্তলিকা দাহ অনুষ্ঠানে ২ শতাধিক লোক অংশ নেয়। তবে কেবল পুর লা মারসড শহরেই নয়, আরো কয়েকটি শহরে তার কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষুব্ধরা। কাগজ দিয়ে ছয় ফুট লম্বা একটি কুশপুত্তলিকা তৈরি করা হয়। ট্রাম্পের কুশপুত্তলিকায় একটি নীল স্যুট, সাদা শার্ট ও লাল টাই পরানো হয়। এরপর তাতে অগ্নিসংযোগ করা হয়।টিটিএন/এমএস