ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পাঁচটি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। সোমবার সকালে তাকে আটক করা হয়।আটক ওই যাত্রীর নাম পলাশ (২২)। বাড়ি চাঁদপুরের কচুয়ায়। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে আসা তূর্ণা এক্সপ্রেসের ট্রেনে তল্লাশি করে তার (পলাশ) বেল্টের ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বারগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।এ ঘটনায় রেলওয়ে থানায় একটি স্বর্ণ চোরাচালানের মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।এআর/আরএস/এমএস