দেশজুড়ে

চাঁদপুরে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ ১৫ পুলিশ আহত

চাঁদপুরে জেলেদের হামলায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) সকালে পদ্মা-মেঘনার লক্ষ্মীরচর এলাকায় জেলেরা ইটপাটকেল ছুঁড়ে মারলে তারা আহত হন।

আহত চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ও নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান চিকিৎসা নিচ্ছেন। এতে নৌ পুলিশের ১০-১২ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও মতলব উত্তরের মোহনপুর এলাকায় প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।

আরও পড়ুন: চাঁদপুরে ইলিশের জালসহ ১০০ জেলে আটক 

এদিকে নৌ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩ নৌকাসহ ৮৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩ কোটি এক লাখ ৫৯ হাজার ৮৬০ মিটার জাল উদ্ধার, ৪৬৭ কেজি ইলিশ ও ৩৩ টি নৌকা জব্দ করা হয়। চারটি মোবাইল কোর্ট ও আট মামলা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, তিনজনকে ১২ হাজার টাকা জরিমানা ও বাকিদের কারাগারে পাঠানো হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, ইলিশ রক্ষা অভিযানে সকালে নদীতে নামলে জেলেরা ইটপাটকেল মারেন। এতে আমি আঘাতপ্রাপ্ত হই। আমি চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, অভিযানে প্রতিদিনই জেলেরা হামলা করেন। এতে আমাদের পুলিশ সদস্যরা প্রায়ই আহত হন। আমরা এ ঘটনায় যৌথ অভিযান পরিচালনা করবো।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস