জাগো জবস

মীনা বাজারে ৫০ জনের নিয়োগ, থাকতে হবে এসএসসি পাস

বাংলাদেশের অন্যতম সুপার শপ মীনা বাজারে ‘সেলসম্যান/ক্যাশিয়ার’ পদে ৫০ জনকে নিয়োগ করা হবে। আগ্রহীরা সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

পদের নাম: সেলসম্যান/ক্যাশিয়ারপদসংখ্যা: ৫০ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসিঅভিজ্ঞতা: প্রযোজ্য নয়বেতন: ৮,০০০-১০,০০০ টাকা

চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ১৮-২৮ বছরকর্মস্থল: ময়মনসিংহ, ময়মনসিংহ (ময়মনসিংহ সদর)

সরাসরি সাক্ষাৎকারের ঠিকানা: ব্র্যাক লার্নিং সেন্টার, চর কালীবাড়ি, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ (টোল প্লাজা সংলগ্ন)।

সাক্ষাৎকারের তারিখ ও সময়: ০৭ নভেম্বর ২০২৩ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ০২টা পর্যন্ত

শুধুমাত্র নতুনবাজার, ময়মনসিংহ এরিয়ায় আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারের জন্য আসুন। নতুনবাজার, ময়মনসিংহ এরিয়ায় অথবা আশেপাশে বসবাসরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সূত্র: বিডিজবস ডটকম

এমআইএইচ/জেআইএম