দেশজুড়ে

সৌদি আরব যাওয়া হলো না রাসেলের

সৌদি আরব যাওয়ার কথা ছিল কিশোরগঞ্জের মিঠামইনের রাসেলের। কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত হন তিনি।

নিহত রাসেল (২৩) জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরাগ্রামের হাবিব মিয়ার ছেলে। বুধবার (২৫ অক্টোবর) তার সৌদি আরবে যাওয়ার কথা ছিল।

এরআগে বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠান থেকে ফেরা এক পরিবারের সবাই নিহত

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেন, আমাদের পাওয়া তথ্যমতে রাত ৯টা পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ৭৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ শনাক্ত করে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, এটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা। এ পর্যন্ত দুর্ঘটনায় ১৭ জন মারা গেছেন। নিহতদের পরিবারকে জেলা প্রশাসন থেকে নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক ব্যবস্থা করা হবে।

এসকে রাসেল/এসআর/জিকেএস