দেশজুড়ে

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত কিশোরের পরিচয় মিলেছে

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত কিশোরের পরিচয় মিলেছে। তিনি বাজিতপুর উপজেলার সরারচর এলাকার আলাল মিয়ার ছেলে শাহ আলম (১৭)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে কিশোরগঞ্জ মর্গে থাকা অজ্ঞাত পরিচয় ওই কিশোরের মরদেহ দেখে তার পরিবারের স্বজনরা শনাক্ত করেন। ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ভৈরব বাজার রেলস্টেশনের আউটারে যাত্রীবাহী এগারসিন্দুর গোধূলি ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস। তবে ১৬ জনের মরদেহের পরিচয় পাওয়া যায়। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি।

এছাড়া এই দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছেন। যাদের মধ্যে ৭০ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে ২১ জনকে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে এক পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুজন মিয়া (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (৩০), তাদের দুই ছেলে সজীব মিয়া (১৪) ও ইসমাইল মিয়া (১০)।

রাজীবুল হাসান/এফএ/এএসএম