দেশজুড়ে

১৭ ঘণ্টা পর ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চ চলাচল শুরু

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বন্ধ থাকা ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চ চলাচল ১৭ ঘণ্টা পর শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর উপ-পরিচালক মো. সাহাদাত হোসাইন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুনের কারণে সারাদেশের মতো চাঁদপুরেও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার বিকেল ৩টা থেকে ঢাকা-চাঁদপুর রুটে বড় লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। এর আগে বেলা ১১টায় চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ রুটের ছোট নৌযান বন্ধ রাখা হয়েছিল। শঙ্কা না থাকায় বুধবার সকাল ৮টাকা থেকে লঞ্চ চলাচলে অনুমতি দেওয়া হয়েছে।

শরীফুল ইসলাম/এসজে/এএসএম