ছোটপর্দা থেকে রুপালি পর্দায় বিরামহীনভাবে ছুটে চলেছেন নুসরাত ইমরোজ তিশা। নিয়মিত একাধিক খ- নাটক, টেলিছবি ও চলচ্চিত্রে শুটিং করছেন তিনি। বর্তমানে তিনি বিজয় দিবসের একাধিক নাটক এবং `মেন্টাল` নামের একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। বিজয় দিবসের নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, `পেইজ সিক্সটিন`। এ নাটকে তিশার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন নিশো।এ প্রসঙ্গে তিশা জানান, প্রতিবছরই বিজয় দিবসের নাটকে অভিনয় করি। দেশের প্রতি মমত্ববোধ থেকেই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত চরিত্রে রূপদান করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। `পেইজ সিক্সটিন` নাটকটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন তারিক আনাম খান, মহসিন আলি প্রমুখ।`পেইজ সিক্সটিন` নাটকের গল্পে দেখা যাবে, তারিক আনাম খান একজন অভিজাত ব্যবসায়ী। জামশেদ মুস্তাফীর একমাত্র মেয়ে তিশা। সে ভালোবাসে নিশোকে। নিশো সত্যানুসন্ধানী একজন সাংবাদিক। সে তার পত্রিকা `৭১-এর যে গল্প বলা হয়নি` নামে একটি টপিকসের জন্য বিভিন্ন না বলা মুক্তিযুদ্ধের গল্প সংগ্রহ করার জন্য দেশি-বিদেশি বিভিন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ শুরু করেন। আর ওদিকে মেয়ের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে থাকেন তারিক আনাম। এভাবে নাটকের কাহিনী এগিয়ে যাবে। বিজয় দিবস উপলক্ষে এনটিভিতে ১৬ ডিসেম্বর রাত ৯টায় প্রচার হবে।এদিকে বর্তমানে `মেন্টাল` এফডিসি ও রাজধানীর কাওরান বাজারের বসুন্ধরা সিটির ১৯ তলায় এ ছবির শুটিং চলছে। জানা গেছে, ঢাকার কাজ শেষে সিলেটের রামগড় চা বাগান ও খাগড়াছড়ি শুটিং করবেন তিশা। নাচ-গান-অ্যাকশনধর্মী ছবিতে এবারই প্রথম অভিনয় করছেন তিশা। শাকিবের সঙ্গেও এটাই তার প্রথম কাজ। ছবিটিতে আরো আছেন অাঁচল, কণ্ঠশিল্পী পড়শী, মিশা সওদাগর প্রমুখ।