দেশজুড়ে

ছাত্রীর মায়ের সঙ্গে প্রেম, পরে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি

নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রীর মায়ের নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি করায় নাজিম উদ্দিন নামের এক গৃহশিক্ষককে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ (৪০)।

নিজাম উদ্দিন (২৮) ওই ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মৃত সোলায়মানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সাল থেকে শিক্ষক নাজিম উদ্দিন ওই নারীর মেয়েকে বাসায় প্রাইভেট পড়াতেন। তার স্বামী প্রবাসে থাকেন। এ অবস্থায় কৌশলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক করে অশ্লীল ভিডিও ধারণ করেন নাজিম। পরে প্রতারণার আশ্রয় নিয়ে গৃহবধূর কাছ থেকে বিভিন্ন সময় টাকা হাতিয়ে নিতেন। সম্প্রতি শিক্ষক নিজাম গৃহবধূর নগ্ন ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দেওয়ার কথা বলে কৌশলে তাকে বাড়িতে ডেকে নেন ওই নারী। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন।

খবর পেয়ে আশপাশের লোকজন জড়ো হয়ে নিজাম উদ্দিনকে গণপিটুনি দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, গৃহবধূর করা মামলায় নিজামকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস