ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ।
বুধবার (২৫ অক্টোবর) বাদ আসরের পর রেলওয়ে স্টেশন সংলগ্ন ভৈরব পৌর কবরস্থান জামে মসজিদে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ভৈরবে সোমবার (২৩ অক্টোবর) বিকেলে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় ১৭ জনের প্রাণহানি, শতাধিক লোক আহত হয়েছেন। ভৈরবের স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এটি। এই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য ভৈরব উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পৌর কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম মো. রহমত উল্লাহ।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. রিয়াদ মিয়া বলেন, ট্রেন দুর্ঘটনাটি ভৈরবের ইতিহাসের জন্য কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকবে। আমরা ভৈরববাসীর পক্ষ থেকে ট্রেন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মাহফিলের আয়োজন করেছি। এই ধরনের ঘটনায় আর যেন কোনো পরিবার তাদের স্বজনদের না হারায় এই কামনা করা হয়।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগ সভাপতি মো. ছালেম রহমান মিকদাত, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আতিকুর আহমেদ আতিক, যুগ্ম সম্পাদক রুমানুরজ্জামান রোমান, রেজুয়ান ওয়াদুদ রাফি, সাংগঠনিক সম্পাদক রায়হান আজিজ উচ্ছ্বাস, পৌর ছাত্রলীগের পাঠাগার সম্পাদক ইমন আহমেদ প্রমুখ।
রাজীবুল হাসান/এমআরআর/জিকেএস