দেশজুড়ে

২৮ তারিখ নাশকতা করলে প্রতিহত করবে আওয়ামী লীগ: শাজাহান খান

সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ২৮ তারিখ বিএনপি কোনো নাশকতা করলে যে কোনো মূল্যে আওয়ামীলীগ সেটি প্রতিহত করবে। বিএনপি একটি সন্ত্রাসী দল। এ বিএনপি ২০১৫-১৬ সালের মতো আবারও জ্বালাও পোড়াও শুরু করেছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে সরকারের উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২৮ তারিখ তাদের বাঁধা দেওয়া হবে না। তবে তারা যদি বিশৃঙ্খলা করে তার বিরুদ্ধে আওয়ামী লীগ কাজ করবে। জনগণ কাজ করবে, প্রশাসন কাজ করবে। তারা শুধু বলে ১০ ডিসেম্বর খালেদা জিয়া পল্টনে বক্তব্য দিবে, খালেদা জিয়ার কথায় দেশ চলবে তাই বলতে চাই তাদের এ বয়ান নতুন নয়। তারা মিথ্যাচার ভণ্ডামি করেই বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় এসেছিল।

আরও পড়ুন: আওয়ামী লীগ ভিসানীতির পরোয়া করে না: কাদের

তিনি আরও বলেন, ৩ নভেম্বর তারা জাতীয় ৪ নেতাকে হত্যা করে। তাদের হত্যা আর সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া কোনো কাজ নেই। সামনে জাতীয় নির্বাচনে যাদের নিজ নিজ আসনে জনপ্রিয়তা বেশি তাদের মনোনয়ন দেওয়ার সম্ভাবনাও বেশি।

ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান দাদু ভাই, সুভাষ চন্দ্র সাহা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু নাসের, সদস্য আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. নাছিমা বাছিত, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মাসুদ পারভেজ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/আরএইচ