দেশজুড়ে

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি

ঝালকাঠিতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদণ্ড এবং আরেক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক শফিকুল করিম এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মান্নান রসুল।মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল ওরফে আজমুল পলাতক রয়েছে। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এমাদুল নামে এক যুববকে খালাস দেয়া হয়েছে।মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর গভীর রাতে পারিবারিক বিরোধের জের ধরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের আল-আমিনকে তার ছোট ভাই নাজমুল ও তার সহযোগী বেল্লাল হোসেন জবাই করে হত্যা করে। পর দিন সকালে পার্শ্ববর্তী চেচরিরামপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের বাবা জিয়াউল হক বাদি হয়ে ২৫ সেপ্টেম্বর কাঠালিয়া থানা একটি হত্যা মামলা দায়ের করেন।আতিকুর রহমান/এআরএ/আরআইপি