দেশজুড়ে

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় যুবক কারাগারে

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শরিফ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাঁথিয়া উপজেলার স্বরূপগ্রামে এ ঘটনা ঘটে।

শরিফ হোসেন সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরূপ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বুধবার (২৫ অক্টোবর) তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, যুবকের যাবজ্জীবন

মামলা ও স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। এসময় শরিফ হোসেন ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এতে মেয়েটি চিৎকার শুরু করলে পরিবারের লোকজন যুবককে আটক করে। খবর পেয়ে পুলিশ রাতেই তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে বুধবার থানায় মামলা করেন। এরপর যুবককে পুলিশ গ্রেফতার দেখায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেফতার যুবককে আদালতে পাঠান হয়েছে।

আমিন ইসলাম জুয়েল/জেএস/এএসএম