সুন্দরবনের নদীতে তেলবাহী জাহাজ ডোবার পর পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিবিসি বাংলাদেশ সংলাপের আলোচকরা। তারা মনে করেন, পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে সরকারের উদ্যোগ অনেক দেরিতে এসেছে।শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে আলোচকরা এসব কথা বলেন। সংলাপের এ পর্বে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমেনা মোহসিন এবং মঞ্চাভিনেত্রী ও নির্দেশক রীতু সাত্তার।সংলাপের এ পর্বে প্রথম প্রশ্ন ছিল, সুন্দরবনের একটি নদীতে তেলবাহী জাহাজ ডোবার পর পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেরেছে বলে কি আপনারা মনে করেন?জবাবে আমেনা মোহসিন বলেন, “আমি মনে করি, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি। যথাযথ ব্যবস্থা নেয়া হলে এ ধরনের ঘটনা ঘটত না। আমরা এই ধরনের পরিস্থিতিতে কেন এলাম সেটাও বড় প্রশ্ন।”তিনি বলেন, “তা ছাড়া যে স্থানে তেল পড়েছে, সেটা খুবই স্পর্শকাতর জায়গা। সেখানে নৌযানই চলার কথা না। সরকারের আগেই সেফটি মেজারমেন্ট রাখা উচিত ছিল।”রীতু সাত্তার বলেন, “আমার কাছে কেন জানি মনে হয়, সরকারের কাছে পরিবেশ ও জীবন খুবই গুরুত্বহীন জায়গা।” সুন্দরবনের নদীতে তেলবাহী জাহাজ ডোবার পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে সরকারের উদ্যোগ অনেক দেরিতে এসেছে বলেও মনে করেন তিনি।আবদুল্লাহ আল নোমান বলেন, “সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেনি। আমার প্রশ্ন, এটা তো কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এখানে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। আবার জাহাজটাও তেলবাহী হওয়ার উপযোগী নয়।”যেহেতু বাংলাদেশে এ ধরনের পরিস্থিতি সামাল দেয়ার সক্ষমতা নেই, তাই কোনো চিন্তা না করে প্রথম দিনেই বিদেশী বিশেষজ্ঞদের ডাকা উচিত ছিল বলেও মনে করেন তিনি।একই বিষয়ে এক দর্শক প্রশ্ন করেন, “পুরো বিশ্বে পরিবেশ রক্ষাকে যখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে, তখন সুন্দরবনে তেলবাহী জাহাজডুবির ঘটনা কি এটা জানাচ্ছে যে বাংলাদেশের সরকার পরিবেশ সংরক্ষণে উদাসীন?জবাবে মশিউর রহমান বলেন, “দুর্ঘটনা নৈমিত্তিক ঘটনা নয়, তাই সব সময় ব্যবস্থা নেয়া সম্ভব হয় না। আমরা দুর্ঘটনা কেউই চাই না, আবার এড়াতে পারি না। আর সক্ষমতার ঘাটতি আজকে হয়নি।” অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ পরিবেশ নিয়ে অনেক কাজ করেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।”জাহাজ মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি বাংলা যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানটি প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন।