হাজার হাজার মানুষের লাইন ভেঙ্গে, ঠেলে শত শত দলীয় নেতাকর্মী নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ানম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।রোববার সকাল ৮টা ৪০ মিনিটে এরশাদ শত শত দলীয় নেতাকর্মী নিয়ে মিরপুরের শহীদ বেদিতে প্রবেশ করেন। এ সময় হাজার হাজার মানুষ লাইন ধরে অপেক্ষা করলেও সবার মাঝখান দিয়ে বেদিতে প্রবেশ করেন এরশাদ।এ সময় সেখানে ব্যাপক হুই-হুল্লোড় ও বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। পরে এরশাদ ফুল দিতে গেলে ধাক্কাধাক্কিতে ফুলের একাংশ ছিড়ে যায়। পরে আবার ঠিক করে তা লাগানো হয়। এরশাদের চেহারাও ছিল বিবর্ণ। পরে জাপার ঢাকা মহানগর সভাপতি এস এম ফয়শল চিশতীসহ নেতারা ব্যারিকেড সৃষ্টি করে এরশাদকে নিয়ে বাইরে চলে যান।