দেশজুড়ে

পটুয়াখালীতে সতর্ক অবস্থায় পুলিশ

বিএনপির আন্দোলন এবং রোববারের হরতালকে কেন্দ্র করে পটুয়াখালীতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই পটুয়াখালী শহরের বনানী এলাকায় জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন সড়কের বিভিন্ন পয়েন্ট এবং শহরের তিতাস সিনেমা হল এলাকায় পুলিশের অতিরিক্ত সদস্য লক্ষ্য করা গেছে।

তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত শহরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, জনসাধারণের জানমাল রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে।

আব্দুস সালাম আরিফ/এফএ/এএসএম