দেশজুড়ে

হরতালের প্রভাব পড়েনি হিলিতে, আমদানি-রপ্তানি স্বাভাবিক

বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে। দুই দেশের মধ্যে পণ্য আমদানি- রপ্তানি স্বাভাবিক রয়েছে। এছাড়া ইমিগ্রেশন দিয়ে দুদেশে মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্বাভাবিক রয়েছে।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ভারতের পণ্যবাহী একটি ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে দুদেশের মধ্যে আমদানি শুরু হয়। শুল্ক স্টেশনের সব বিভাগ ও বন্দরের সকল কার্যক্রম সকাল থেকেই স্বাভাবিক রয়েছে।

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম জানান, বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কোনো প্রভাব ইমিগ্রেশনে পড়েনি। দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, হরতালে জনগণের জানমালের নিরাপত্তা এবং সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিভিন্নস্থানে পুলিশ মোতায়েন রয়েছে। সরকারি ও বেসরকারি অফিস-আদালতসহ দোকানপাট খুলেছে। রাস্তায় মানুষের চলাচল বেড়েছে।

মো. মাহাবুর রহমান/এএইচ/জিকেএস