দেশজুড়ে

সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-বিএনপির ৩৭ নেতাকর্মী আটক

ঢাকার সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসে তল্লাশি চালিয়ে জামায়াত-বিএনপির ৩৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৭ অক্টোবর) দিনগত রাতে ফরিদপুরের ভাঙ্গায় দুটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটকরা ফরিদপুরের ভাঙ্গা, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোর জেলার জামায়াত ও বিএনপির নেতাকর্মী। তারা ঢাকার সমাবেশ থেকে বাড়ি ফিরছিলেন।

আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাকে আগুন-গাড়ি ভাঙচুর, আটক ৮৪

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, জামায়াত-বিএনপির ৩৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা ঢাকার মহাসমাবেশ থেকে দুটি লোকাল বাসে করে বাড়ি ফিরছিলেন। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা বিএনপি ও জামায়াতের নেতাকর্মী বলে স্বীকার করেছেন। এছাড়া যাচাই-বাছাই করে দেখা হয় তারা সবাই বিভিন্ন মামলার পলাতক আসামি। আটকদের রোববার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

এন কে বি নয়ন/জেএস/এএসএম