দেশের সর্বোচ্চ ও প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এ সময় জড়িতদের বিচার দাবি জানানো হয়।
রোববার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে পটুয়াখালী আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ মানববন্ধন হয়।
এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য দেন- বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশীদ, জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট এম শাহাবুদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী হাওলাদার ও অ্যাডভোকেট এনামুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মেহেদী হাসান তাজ, অ্যাডভোকেট আলআমিন হাওলাদার, অ্যাডভোকেট শাহিন সেরনিয়াবাতসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শতাধিক আইনজীবী।
অ্যাডভোকেট হারুন অর রশীদ বলেন, সমাবেশের নামে বিএনপি ও জামায়াতের নেতারা নৈরাজ্য সৃষ্টি করে আমাদের বিচার বিভাগের অভিভাবক প্রধান বিচারপতির বাসভবনসহ সাধারণ মানুষের ওপর যে হামলা করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শনিবার সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্য দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ ওঠে।
আব্দুস সালাম আরিফ/এসজে