দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের নয় মামলায় আসামি ১০৪২, আটক ৬৯

নাশকতার পরিকল্পনা ও জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক হাজার ৪২ জনকে আসামি করে ৯টি মামলা করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) জেলার ৯ থানার মধ্যে আট থানায় এসব মামলা করা হয়েছে। এরমধ্যে ৬৯ জনকে শনিবার দিনগত রাতে আটক করা হয়েছে৷

আরও পড়ুন: শেরপুরে বিএনপির ৪০০ নেতাকর্মীর নামে মামলা

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাজধানীতে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এরপরই দেশব্যাপী হরতাল ঘোষণা করা হয়। এরই প্রেক্ষিতে রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা ও চেষ্টা চালানো হয়। জেলার অনেক জায়গায় ককটেল নিক্ষেপ করে। এসব ঘটনা পুলিশ ৬৯ জনকে আটক করে। এরমধ্যে নাসিরনগরে ১০ জন, সদরে ১০, আশুগঞ্জে চারজন, বাঞ্ছারামপুরে পাঁচজন, সরাইলে চারজন, আখাউড়ায় নয়জন, বিজয়নগরে নয়জন ও নবীনগরে ১৮ জনকে আটক করা হয়।

এসব ঘটনায় সদর মডেল থানায় দুইটি মামলায় অজ্ঞাতসহ ৩১০ জন, নাসিরনগর থানায় ১৫৪ জন, আশুগঞ্জ থানায় ৮৩ জন, বাঞ্ছারামপুর থানায় ৯৬ জন, সরাইল থানায় ১০০ জন, আখাউড়ায় থানায় ১৭৯ জন, বিজয়নগর থানায় ৭৮জন ও নবীনগর থানায় ৪২জনকে আসামি করে পৃথক মামলা করেছে পুলিশ।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে সংঘর্ষে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জাগো নিউজকে বলেন, নাশকতার পরিকল্পনা ও চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে পুলিশ।

আবুল হাসনাত মো. রাফি/জেএস/এএসএম