ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে কমিটির সদস্য সচিব মো. মাসুদ সরদারের নেতৃত্বে তিন সদস্যের টিমটি ভৈরব রেলওয়ে স্টেশনে আসেন।
পরে তারা ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া এবং স্টেশন মাস্টার গ্রেড-৪ (সিগন্যাল) জহুরুন্নেছার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। তাদের লিখিত জবানবন্দি নেন তারা।
আরও পড়ুন: ভৈরবে ট্রেন দুর্ঘটনা: উদ্ধারকাজে যাচ্ছে রিলিফ ট্রেন
এ সময় তিনি সাংবাদিকদের জানান, ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনা এবং মানবিক বিপর্যয়ে শুরু থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে থেকে উদ্ধার কাজ করেন। লাইন থেকে সবশেষ বগিটি উদ্ধার পর্যন্ত তারা কাজ করেন।
এর আগে ২৩ অক্টোবর সোমবার সাড়ে ৩টার দিকে ভৈরব থেকে ছেঁড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর এগারো সিন্ধুর এক্সপ্রেস স্টেশনের আউটার সিগন্যাল পার হওয়ার পূর্বে একটি মালবাহী ট্রেন স্টেশনে ঢুকার সময় পেছনে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ১৯জন নিহতসহ গুরুতর আহত হয় কমপক্ষে শতাধিক যাত্রী।
রাজীবুল হাসান/আরএইচ/এমএস