দেশজুড়ে

মেহেরপুরে শূকরের কামড়ে আহত ৭

মেহেরপুরের গাংনীতে বুনো শূকরের কামড়ে অন্তত ৭জন আহত হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার কাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কাজিপুর গ্রামের সিরাজুল ইসলাম (৫৫), অঞ্জনা খাতুন (৩০), বিল্লাল হোসেন (৫০), মোহসিন আলী (২৫), রিপন আলী (২৫), রেহেনা খাতুন (৩৫) ও আব্দুর রশিদ (৫০)।

আহত বিল্লাল হোসেন জানান, কাজিপুর গ্রামের মাঠ থেকে একটি শূকর হঠাৎ মানুষকে তাড়া করে। এরমধ্যে কয়েকজনকে কামড়ে দেয়। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তুললে শূকরটি পালানোর চেষ্টা করেন। গ্রামবাসী পিটিয়ে শূকরটিকে মেরে ফেলেন।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে শূকরের কামড়ে আহত ৩

স্থানীয় কবির হোসেন জানান, দুই বছর আগে অন্য জেলা থেকে কয়েকজন মানুষ একদল শূকর নিয়ে কাজিপুরে আসেন। সে সময় একটি বাচ্চা মাঠে রয়ে যায়। মাঠে বসবাস করতে গিয়ে শূকর ছানাটি হিংস্র হয়ে উঠে। লোকজন একা পেলেই সে তেড়ে আসতো। এভাবে গ্রামে ঢুকে আক্রমণের ঘটনা এটাই প্রথম।

মেহেরপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিম হায়দার বলেন, মাঠে এ মুহূর্তে কোনো উঠতি ফসল না থাকায় শূকরটি খাবারের সন্ধানে গামে প্রবেশ করেছিল। মেরে না ফেলে জীবিত অবস্থায় ধরা গেলে প্রাণীটিকে অভয়ারণ্যে ছেড়ে দেওয়া যেত।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল আল মারুফ জানান, শূকরটি বন্য। তার কামড়ে সমস্যা হতে পারে। যার যথাযথ চিকিৎসা স্থানীয় হাসপাতালগুলোতে নেই। তাই তাদের কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/আরএইচ/এমএস