অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি, খাবারে নিষিদ্ধ ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণ, ইন্ডাস্ট্রিয়াল রঙ ও টেস্টিংয়ের ব্যবহারসহ বিভিন্ন অপরাধে চুয়াডাঙ্গায় এক হোটেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৩০ অক্টোবর) দিনব্যাপী জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি, খাবারে নিষিদ্ধ ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণ, ইন্ডাস্ট্রিয়াল রঙ ও টেস্টিংয়ের ব্যবহার, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, দই, মিষ্টি, কেকের মেয়াদ এবং মূল্য না থাকাসহ বিভিন্ন অপরাধে আন্দুলবাড়ীয়া বাজারে মেসার্স শিমুল হোটেলের মালিক শিমুল খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর একটি বেকারি প্রতিষ্ঠান মেসার্স সিনহা ফুড ফ্যাক্টরির মালিক হাফিজুর ইসলামকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
হুসাইন মালিক/এসজে/জিকেএস