দেশজুড়ে

নারায়ণগঞ্জে রিজভীকে প্রধান আসামি করে দুই মামলা

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামি করে নারায়ণগঞ্জের ফতুল্লা ও আড়াইহাজারে পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় ফতুল্লায় ৩৪ এবং আড়াইহাজারে ৬০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বাদী হয়ে এবং আড়াইহাজার থানার উপপদির্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় ফতুল্লার ভুউগড় এস. বি গার্মেন্টসের সামনে ঢাকা- নারায়ণগঞ্জের মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতা এবং আড়াইহাজারে তিন পুলিশকে কুপিয়ে হত্যার চেষ্টা, গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের বিষয় উল্লেখ করা হয়।

ফতুল্লা থানায় রিজভীসহ অন্য আসামিরা হলেন, জেলা বিএনপির সভাপতি মো. গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুর বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বারসহ ৩৪ জন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

অপরদিকে আড়াইহাজার থানায় করা মামলায় রুহুল কবির রিজভীসহ অন্য আসামিরা হলেন, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের রহমান জিকুসহ ৬০ জন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, নাশকতা, পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় ৬০ জনকে আসামী করে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জিকেএস