দেশজুড়ে

মহানন্দায় গোসলে নেমে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার বারঘরিয়া চামাগ্রামের মহানন্দা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে নদীতে গোসলে নেমে তারা নিখোঁজ হয়।

তারা হলো, বারঘরিয়া চামাগ্রামের শাহিন আলীর ছেলে মোহাম্মদ হোসাইন (১১) ও আবু তালেবের ছেলে মারুফ (১৯)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় বাসিন্দা আনারুন বলেন, প্রথমে মোহাম্মদ হোসাইন গোসল করতে নেমে নদীতে তলিয়ে যায়। এসময় মারুফ তাকে উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়। পরে সেখানে থাকা লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একটি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মহানন্দায় ডুবে যাওয়া দুই ভাইয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোহান মাহমুদ/এএইচ/জিকেএস