দেশজুড়ে

রূপগঞ্জে গোলাম মূর্তজা পাপ্পার নেতৃত্বে অবরোধবিরোধী সমাবেশ

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে মিছিল সমাবেশ করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মূর্তজা পাপ্পা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় বিক্ষোভ শুরু করে মঠের ঘাটে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে গোলাম মূর্তজা পাপ্পা বলেন, সবাই মাঠে থাকবেন। রূপগঞ্জের জনগণ আমাদের শক্তি। আমরা সাধারণ মানুষের জান, মালের ক্ষতি হতে দেব না। শান্তিকামী জনগণ বিএনপির অবরোধ মানছে না। সাধারণ মানুষ আজ বিএনপির অবরোধের বিরুদ্ধে এক হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মাহবুর রহমান মেহের, জেলা পরিষদ সদস্য আনছর আলী, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস, ভূলতা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি কামরুল ইসলাম তুহিন ও রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম