ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালের প্রথম লেগে দারুণ জয় পেয়েছে শচিন টেন্ডুলকারের দল কেরালা ব্ল্যাস্টার্স। তারা ৩-০ গোলে হারিয়েছে চেন্নাইয়ান এফসিকে।জহরলাল নেহরু স্টেডিয়ামে দুই দলের লড়াই দেখতে মাঠে উপস্থিত ছিলেন ৬০ হাজার দর্শক। আর স্বাগতিক দর্শকদের ভালই বিনোদিত করেছে কেরালার ফুটবলাররা। প্রতিপক্ষের বিপক্ষে অসাধারণ জয় পেয়েছে তারা।প্রথমার্ধেই চেন্নাইয়ানের জালে তিনবার বল পাঠিয়েছে কেরালা। একটি করে গোল করেছেন ইসফাক আহমেদ (২৭ মিনিট), অধিনায়ক আইয়ান হুম (২৯ মিনিট) ও সুশান্ত ম্যাথু (৯০+৪ মিনিট)। বিরতির পর গোল হয়নি। তাই এই ব্যবধানে জিতেই মাঠ ছেড়েছে কেরালা।নিজের দলকে সমর্থন দিতে গ্যালারিতে ছিলেন শচিন। শুধু তিনি নন; সঙ্গে ছিলেন অলরাউন্ডার যুবরাজ সিং ও পেসার জহির খানও। সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা হবে আগামী ১৬ ডিসেম্বর।