দেশজুড়ে

নওগাঁয় ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক নিহত

নওগাঁর নিয়ামতপুরে নিজ ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক আজগর আলী মিলন (২৮) নিহত ও দুই হেলপার আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউপির তনােপীর মাড় এ দুর্ঘটনা ঘটে। আহত হেলপার হেলাল ও মতিউর রহমানকে নিয়ামতপুর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহত ট্রাক্টর চালক মান্দা উপজেলার চককৈশব গ্রামের আমজাদ হােসেনের ছেলে আজগর আলী মিলন। আহতরা হলেন, একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে হেলাল উদ্দিন (২০) এবং মোখলেছার রহমানের ছেলে মতিউর রহমান (১৫)।নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চকসিতা এলাকার রফিকুল ইসলামের ভাটা থেকে তারা ট্রাক্টরে ইটবোঝাই করে ঝাজিরা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে তনােপীর মােড়ে বিপরীত দিক থেকে আসা একটি অটো সিএনজি দ্রুতগতিতে আসে। এসময় সিএনজিটিকে রক্ষা করতে গিয়ে রাস্তার পাশের খাদেউল্টে যায় ট্রাক্টরটি। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক মিলন ঘটনাস্থলেই মারা যান।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।আব্বাস আলী/এআরএ/পিআর