দেশজুড়ে

মহেশপুরে ৫৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

দ্বিতীয় দফায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ১১৩টি কেন্দ্রের মধ্যে ৫৭টি কেন্দ্রেই অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারে মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে সর্বমোট ২,২০,৫৫১ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১,০৯,৪২৯ জন আর পুরুষ ১,১১,১২২ জন। ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সদস্য পদে ৪০৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১০৫ জন প্রার্থী লড়ছেন। এদিকে, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে বেশকিছু অভিযোগ পাওয়া গেছে। বিএনপির যাদবপুর ইউনিয়নের প্রার্থী আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, নির্বাচন না করার জন্য প্রতিনিয়ত তাকে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। কাজীরবেড় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল বারী জানান, তাকে কোনো গণসংযোগ করতে দেয়া হয়নি। তিনি বার-বার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।নেপা ইউনিয়নের নিজাম উদ্দিন জানান, তার প্রচার মাইক কয়েক দফা ভাঙচুর করা হয়েছে। তার কর্মী-সমর্থকরা কেউ মাঠেই বের হতে পারছে না। আজমপুন ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার খান জানান, তার কর্মী-সমর্থকদের বাড়িতে প্রতি রাতে পুলিশের তল্লাশি চলছে। মঙ্গলবার ভোরে কতিপয় দুর্বৃত্তরা ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেকের তিনটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তদের হামলায় চারজন আহত হন।এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তা আবু তালহা জানান, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।এআরএ/এবিএস