হ্যামস্ট্রিংয়ের ইনজুরির জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি ৩ ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক মিসবাহ-উল- হক। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার শহীদ আফ্রিদি।পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, এমআরআই রিপোর্টে দেখা গেছে ইনজুরি কাটিয়ে সুস্থ হওয়ার জন্য বিশ্রাম প্রয়োজন মিসবাহর। তাই বাকি ম্যাচগুলোতে মাঠের বাইরে থাকবে সে। আর মিসবাহর পরিবর্তে সিরিজে অধিনায়কত্ব করবে আফ্রিদি।৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা রয়েছে। দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন মিসবাহ। এর আগে ইনজুরির জন্য মাঠের বাইরে চলে গেছেন ফাস্ট বোলার উমর গুল ও অলরাউন্ডার বিলাওয়াল ভাট্টি।