ঢাকা বিভাগীয় সমাবেশে জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। সমাবেশ সফল করতে এরইমধ্যে দফায় দফায় প্রস্তুতি সভা করেছেন বিভিন্ন নেতাকর্মীরা। আসা-যাওয়ার সুবিধার্থে ভাড়া করা হয়েছে ট্রেন, বাস ও হায়েস গাড়ি। সমাবেশের দিন এসব পরিবহনে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে ঢাকার মতিঝিল এলাকায় ঢাকা বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। সমাবেশে ভাষণ দেবেন দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্ভবত এটাই হবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের সবশেষ সমাবেশ।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আমরা নারায়ণগঞ্জবাসী আওয়ামী লীগের প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। বিভিন্ন সভা-সমাবেশে লাখ লাখ লোক নিয়ে হাজির হয়েছি। আগামীকালের সমাবেশেও আমরা আশাবাদী লক্ষাধিক লোক নিয়ে হাজির হবো।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেন, আমার মনে হচ্ছে তফসিলের আগে রাজধানীর বুকে আওয়ামী লীগের এটাই সবশেষ সমাবেশ। যেহেতু এটা সবশেষ সমাবেশ হতে যাচ্ছে তাই আমরা জেলা আওয়ামী লীগের উদ্যাগে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে মহাসমাবেশে যাবো। ট্রেনে, বাসে করে নেতাকর্মীরা যোগদান করবেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, গত ১৯ অক্টোবরের বর্ধিত সভায় মহানগরের পক্ষ থেকে বলা হয়েছে, বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে সমাবেশে উপস্থিত থাকতে হবে। আমরা ট্রেনে করে ঢাকার দিকে যাত্রা করবো। আমাদের জন্য দুটি ট্রেন ভাড়া করা হয়েছে। আশা করা যাচ্ছে নারায়ণগঞ্জ থেকে লক্ষাধিক লোক যাবে সমাবেশে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জাগো নিউজকে বলেন, নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ঢাকা বিভাগীয় সমাবেশে যোগদান করবেন। সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসা-যাওয়ার জন্য দুটি ট্রেন ভাড়া করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস