সিরাজগঞ্জে পানিতে ডুবে নুসরাত খাতুন (৩) নামের এক শিশু মারা গেছে। শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জেলার বেলকুচি উপজেলার গোপালপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত ওই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাতকে বিকেলে তার পরিবার লোকজন বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে প্রতিবেশীরা তাকে ভাসতে দেখে। পরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
এম এ মালেক/এমকেআর