দেশজুড়ে

বিএনপি নেতা অমিতসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে বিআরটিসি বাসে আগুন দেওয়ার অভিযোগে দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ৩৫ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এরমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার সরকার বাদী হয়ে এ মামলা করেছেন।

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) পলাশ কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে বিএনপি-জামায়াতের লোকজন শহরের মণিহার এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে এ বিষয়ে খোঁজ নিয়ে শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালী থানায় মামলা করা হয়। পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।

মিলন রহমান/এমকেআর