দেশজুড়ে

তৃণমূল বিএনপির সঙ্গে বিএনপির আদর্শিক গরমিল নেই: তৈমূর

তৃণমূল বিএনপির সঙ্গে বিএনপির আদর্শিক কোনো গরমিল নেই বলে দাবি করেছেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

তৃণমূল বিএনপির এ মহাসচিব বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির নেতাকর্মীদের সঙ্গ আমার সম্পর্কের ফাটল ধরবে না। পানি দুই টুকরা হবে কিন্তু বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হবে না।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তৈমূর এসব কথা বলেন। নারায়ণগঞ্জে তৈমূরের আগমন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, দলে যখন যোগ দেই তখন আমি দুই সিদ্ধান্ত নিয়েছি। আমি বিএনপির কাউকে বলবো না আমার সঙ্গে তোমরা তৃণমূল করো। এখন পর্যন্ত কাউকে বলি নাই। আমি আমার যে দল করে আসছি যে বিএনপিকে আমি প্রাণের চেয়ে ভালোবাসছি সেই দলের বিরুদ্ধে কোনো অবস্থান নেবো না। কোনো বক্তব্য দেবো না। বিএনপির গাঁয়ে আঁচড় লাগে এমন কোনো কথা বলবো না। অনেকেই দল থেকে বহিষ্কার হয়ে পূর্বের দলের বিরুদ্ধে অনেক সমালোচনা করে। আমি এটা করবো না।

তিনি আরও বলেন, নির্বাচনের প্রশ্নে আমি দলের কোনো শৃঙ্খলা ভঙ্গ করি নাই। মহাসচিব ঘোষণার পর নারায়ণগঞ্জের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে আমাকে নির্বাচন করতে হয়েছে। আমি যখন বহিষ্কার হলাম দেড় বছর দলের ঝাণ্ডা মাথায় নিয়ে ঘুরলাম। পরবর্তীতে তৃণমূল বিএনপিতে যোগদান করি।

তৈমূর বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একেক সময় একেক আকার ধারণ করছে। বাংলাদেশে ঘণ্টায় ঘণ্টায় রাজনৈতিক পরিবর্তন হয়। পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়। পরিবেশ পরিস্থিতি সামনে রেখে মোকাবিলা করতে হবে। তবে আমরা যাই করি না কেন জনস্বার্থ এবং জনগণের আগ্রহ বুঝে কাজ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- তৃণমূল বিএনপি নেতা সাজিদ খান, অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ভাসানী, অ্যাডভোকেট আলী হোসাইন ও আক্তার হোসেন খোকন শাহসহ বিভিন্ন পর্যায়ের লোকজন।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এমএস