গাইবান্ধার সাদুল্লাপুরে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার রাঘবেন্দপুর গ্রামের ধারাইচতরা বিলে এ ঘটনা ঘটে।
তারা হলো- রাঘবেন্দ্রপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে রিয়ন মিয়া (৮) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে তামিম মিয়া (৬)।
স্থানীয়রা জানায়, বিকেলে ওই দুই শিশু সবার অজান্তে বাড়ির পাশের ধারাইচতরা বিলে শাপলা তুলতে যায়। এসময় তারা পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে স্বজনরা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দ্রুত সময়ে সব প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।
শামীম সরকার শাহীন/আরএইচ/এমএস