শরীয়তপুরে নিখোঁজের এক দিন পর তাসনিয়া আফরিন (১৯) নামের এক গৃহবধূর মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলার সখিপুর থানার সোনার বাংলা এভিনিউ এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (২ নভেম্বর) দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহত তাসনিয়া আফরিন সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের আনসার আলী মাস্টারকান্দি এলাকার সাগর গাজীর স্ত্রী ও জাজিরা পৌরসভার জাকির তালুকদারের মেয়ে।
পুলিশ জানায়, ছোট থেকে ঢাকায় থাকার কারণে তাসনিয়া আফরিন সাঁতার জানতেন না। শুক্রবার দুপুরে প্রতিদিনের মতো নদীতে গোসল করতে গেলে তিনি তলিয়ে যান। পরে স্বজনরা বিষয়টি নৌ পুলিশকে জানায়। তবে উদ্ধার কাজ শুরুর আগেই শনিবার সকালে স্থানীয়রা নদীতে জাল ফেলে তাসনিয়ার মরদেহ উদ্ধার করে।
নিহতের মা সাবিনা আক্তার বলেন, মেয়ে সাঁতার জানতো না। তাসনিয়া মাত্র তিন মাস আগে সাগরকে ভালোবেসে বিয়ে করেছিল।
উত্তর তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ মোল্যা বলেন, গতকাল থেকেই নদীতে খোঁজ করা হচ্ছিলো। বিষয়টি দুঃখজনক।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, তাসনিয়া আফরিন নামের এক গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নদীতে নেমে ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
বিধান মজুমদার/এএইচ/এমএস